রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার নির্দেশক্রমে আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় অবৈধভাবে সার উৎপাদন, মজুত, সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মাসুদ মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মাসুদ রায়পুরা উপজেলার লক্ষীপুরা গ্রামের খোরশেদ আলীর ছেলে।
মঙ্গলবার (১ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান (রুবেল)।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ৮ ধারায় মাসুদ মিয়া’কে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে আর জেল হাজতে যেতে হয়নি।
অভিযুক্তের হেফাজত থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন সার ও সার উৎপাদনের জন্য ব্যবহৃত কনটেইনার জব্দ করা হয়। জব্দকৃত সারসমূহ সরকারিভাবে বাজেয়াপ্ত করে জনসম্মুখে ধ্বংস করার জন্য সংশ্লিষ্ট প্রসিকিউশন দাখিলকারী সংস্থাকে নির্দেশ প্রদান করা হয়।
অভিযানকালে প্রসিকিউশন দাখিল করেন রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান। কৃষি খাতে নিরাপদ ও অনুমোদিত সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও রায়পুরা থানা-পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, সকল অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply