নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় যাওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন মিয়াকে হত্যার ঘটনায় প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলকে প্রধান আসামি করে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৫ মে) দুপুরে ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ৫০ জনকে আসামি করে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত সুমনের পিতা চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. নাসির উদ্দিন।
অপরদিকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও নরসিংদী- ৫, রায়পুরা আসনের এমপি রাজিউদ্দিন আহামেদ রাজুর ছেলে রাজিব আহামেদ পার্থ’কে প্রাণনাশের হুমকি দেয়ার আভিযোগে অপর একটি মামলা দায়ের করা হয়। এতে আসামি করা হয় ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলসহ ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫০ জনকে।
নিহত সুমনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
অন্যদিকে, সুমন হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা মামলায় উল্লেখ করা হয়, রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সুমন মিয়া নিশ্চিত বিজয় জানতে পেরে আবিদ হাসান রুবেল সুমনকে হুমকি দিয়ে আসছিল। এরই মধ্যে নিহত সুমন গণসংযোগ ও প্রচারণার উদ্দেশ্যে রায়পুরার চরাঞ্চল বাশঁগড়ী যাচ্ছিল।
পাড়াতলী এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিত ভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুবেল ও তার সাঙ্গ’পাঙ্গরা সুমনের উপর হামলা করে। ওই সময় তারা সুমনকে পিস্তলের বাট দিয়ে মাথায় ও মুখে স্বজোরে আঘাত করেন। এতে রক্তাক্ত হয়ে সুমন মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ বাচাঁতে দৌড়ে বাশঁগাড়ী পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেয়। ওই সময় গুরুত্বর আহত সুমনকে হাসপাতালের নেওয়ার চেষ্টা করলে রুবেল ও তার সমর্থকরা রাস্তা ব্যারিক্যাট দিয়ে রাখে। ফলে তাকে সঠিক সময়ে হাসপাতালে আনা সম্ভব হয়নি। সন্ধ্যা ৬টার দিকে তাকে রায়পুরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত সুমনের আত্মার মাগফিরাত কামনায় রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়ামে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে রায়পুরা আসনের এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু। মিলাদ মাহফিলে তিনি বলেন, অস্ত্রের শক্তি কোনো শক্তি নয়। রাজনীতিবিদদের মূল শক্তি হলো জনগণ। আমার সঙ্গে রায়পুরার জনগণ রয়েছে। তাই অস্ত্রের মহড়া দিয়ে লাভ নেই। রায়পুরার মাটি থেকে মাদক ব্যবসায়ী ও ভূমি দস্যুদের চিরতরে নিমূল করা হবে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রাজিব আহমেদ পার্থ, আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান একে এম ফজুলল করিম ফারুক, রায়পুরা চেয়ারম্যান ফোরামের সভাপতি আলামিন ভূইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোরশেদ খান রাসেল, নিহত সুমনের পিতা ও মামলার বাদি হাজী মো. নাসির উদ্দিন সহ রায়পুরা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এন’নস/এমনআ
Leave a Reply