এম নূরউদ্দিন আহমেদ :
নরসিংদীর রায়পুরায় সাম্প্রতিক উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
গত ২২মে রায়পুরার পাড়াতলী ইউনিয়নে গণসংযোগ করতে গিয়ে প্রতিপক্ষ আবেদ হাসান রুবেল ও তার সমর্থকদের হামলায় নিহত হন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন মিয়া। সংশ্লিষ্ট বিষয়কে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে সোনারতরী নামের এক আইডিতে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী লাইলা কানিজ লাকি।
তিনি লিখেছেন, সম্মানিত রায়পুরা বাসি – আমার সালাম নিবেন। গত কয়েক দিন আপনাদের কাছে আমি এবং আমার সন্তান তুল্য সুমন মিয়া আপনাদের মূল্যবান ভোট চেয়ে বেরিয়ে ছিলাম। নানা রকম প্রতিশ্রুতি – আশা দিয়ে ছিলাম। ২৯মে নির্বাচন হবে এবং জয় লাভ করে সেবা করবো আপনাদের। কিন্তু কখনো ভাবিনি অকালে সুমন চলে যাবে। একজন মা হবে সন্তান হারা,অনাগত সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে-ই হলো পিতৃহারা, স্ত্রী হলো স্বামী হারা। হায়রে নিয়তি, হায়রে সমাজ, হায়রে ক্ষমতা। কি দেবো শান্তনা, ভাষা খুঁজে পাচ্ছি না ।
সুমন হত্যার পিছনে যারা আছেন আপনাদের বলছি , আমি আর সুমন নির্বাচন করব না। ২৬ তারিখ যে স্ত্রী ১৩ বছর পর মা হচ্ছেন তাকে তার স্বামী ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন ছোট যে বাচ্চা দুটি আসছে পৃথিবীতে তার বাবাকে, ফিরিয়ে দিন নাসির সাহেব কে তার সন্তান।
কালকে সুমনের করুন পরিণতি দেখেছি, ভুলতে পারছিনা, ভোলার মতো না। যার চলে যায় সেই বুঝে হায়- বিচ্ছেদের কি যন্ত্রনা। দোয়া করি সুমনের জন্য। আর ও দোয়া করি, আল্লাহ তায়ালা যেন সুমন হত্যার নেপথ্যের মানুষ গুলোকে হেদায়ত দান করেন।
প্রিয় রায়পুরা বাসি আপনাদের অনেক ভালোবাসি, আপনাদের সুখে – দুঃখে পাশে থাকবো প্রতিশ্রুতি দিচ্ছি। সবাই ভালো থাকুন – সুরক্ষিত থাকুন। লায়লা কানিজ লাকী।
এন’নস/এমনআ
Leave a Reply