এম নূরউদ্দিন আহমেদ : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। শনিবার দুপুরে তিনি রাজধানীতে হাসপাতালে গিয়ে নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে আলাপ করেন।
ড. মঈন খান নূরের শারীরিক অবস্থার খোঁজ নেন ও দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি চিকিৎসকদের কাছ থেকে নূরের চলমান চিকিৎসা প্রক্রিয়া ও শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেন।
ড. মঈন খান সাংবাদিকদের বলেন, “নুরুল হক নূর দেশের তরুণ সমাজের একটি শক্তিশালী কণ্ঠস্বর। গণতান্ত্রিক অধিকার ও জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ফিরে আসুন।”
তিনি আরও বলেন, “দেশে এখন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে একসাথে কাজ করতে হবে। তরুণ নেতৃত্ব যেমন নূরেরা যদি সুস্থ ও শক্তভাবে মাঠে থাকতে পারেন, তাহলে জনগণের আন্দোলন আরও বেগবান হবে।”
হাসপাতালে এ সময় বিএনপি ও গণঅধিকার পরিষদের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা ভিপি নূরের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এন'নস/এমনআ