এম নূরউদ্দিন আহমেদ : ইতালির রোম শহরের মনতানিয়োলা এলাকায় মরক্কো ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নরসিংদীর রায়পুরার মামুন মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার রাতে রোম শহরের ক্রিসটোফোরো ৩৯৯ নম্বরের কলম্বো সড়কের ৭১৪ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত মামুন রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী কুড়েরপার গ্রামের আতর মিয়ার ছেলে। চারবছর আগে রোমানিয়া হয়ে ইতালি গিয়েছিলেন মামুন। কাজ করতেন স্থানীয় একটি রেস্টুরেন্টে। ইতালির রোম কমিউনিটি সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফেরার সময় ছিনতাইকারীরা তার পথরোধ করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মামুন প্রতিরোধ করলে ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে জরুরি সেবা (এআরইস ১১৮) এ ফোন করেন পথচারী বাংলাদেশিরা। এ সময় চিকিৎসকরা এসে তাকে মৃত ঘোষণা করেন। মামুনের বাবা আতর মিয়া জানান, আমার ছেলে মামুন কাজ শেষে বাসায় ফিরছিলেন। তখন সে দেখতে পায় কিছু একটা বিষয়ে বিদেশি ছিনতাইকারীদের সাথে বাংলাদেশের দুইজন ঝগড়া করছেন। ওইসময় তার কাছ থেকে একজন সাহায্য চাইলে মামুন বাংলাদেশিকে সাহায্য করতে যান। এবং সে ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। কিছুক্ষণ পরে পেছন থেকে এসে মরক্কোর ছিনতাইকারীরা তার বুকের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এবিষয়ে যোগাযোগ করা হলে ইতালিস্থ নরসিংদী জেলা সমিতির সভাপতি ও প্রতিষ্ঠাতা রায়পুরা সমিতির সাবেক সভাপতি আল-মাহমুদ রফিক জানান, মামুনকে হত্যার ঘটনায় ইতালি কমিউনিটি রোববার মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে। আগামী রোববার তারা আবারও মানববন্ধন কর্মসূচি পালন করবে। মানববন্ধন থেকে তারা মামুনের হত্যায় জড়িতদের বিচার এবং তার লাশ দেশে পাঠানোর দাবি জানান। তারই ধারাবাহিকতায় নিহত মামুনের পরিবারে পাশে দাড়িয়েছেন ইতালিস্থ রায়পুরাবাসী। বাংলাদেশে যারা ছুটিতে আসছেন তারা সকলেই শুক্রবার (৪জুলাই) বিকালে নিহত মামুনের বাড়ীতে যান এবং মামুনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি মামুনের ছোট ভাই মোমেন মিয়াকে ইতালি নেওয়ার আশ্বাস দেন। এসময় নিহত মামুনের বাবা তাদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। ইতালিস্থ নরসিংদী সমিতির সভাপতি আল-মাহমুদ (রফিক) বাংলাদেশ দূতাবাস রোম, ইতালির প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকীর সাথে মামুনের লাশ বাংলাদেশ পাঠানো এবং তার ছোট ভাই মোমেনকে ইতালি নেওয়ার ব্যাপারে কথা বলেন।এসময় অন্যান্যদের মধ্যে ইতালিস্থ নরসিংদী সমিতির নেতা মো. মনিরুজ্জামান মোল্লা, মো. রফিকুল ইসলাম নয়ন, নিজামুদ্দিন আহমেদ সিভিট, মো. মোসলেম মিয়া, মো. মাছুম মিয়া, মো. মেহেদী হাসান রুবেল, বিশিষ্ট সমাজ সেবক রাশেদুল মওলা, মো. সোহেল রানাসহ নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।