এম নূরউদ্দিন আহমেদ : আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা শুরু করেছেন।তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০শে মে) বিকেলে উপজেলা মুছাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপজেলা মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান লায়ন মো. হোসেন ভূইয়ার সঞ্চালানায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লায়লা কানিজ লাকি। এসময় মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহি, মরজাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, পাড়াতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন মিয়া, রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী, মোতালেব ভেন্ডার, মুছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাতসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। চেয়ার প্রার্থী লায়লা কানিজ লাকি বলেন, আমি বিগত দিন থেকে আপনাদের আশে ছিলাম, আগামীতেও আপনাদের সেবা করার লক্ষ্যে উপজেলা নির্বাচন করতে চাই। আপনারা জানেন সাবেক উপজেলা চেয়ারম্যান সাদেক ভাইয়ের অকাল মৃত্যুতে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ বছরের জন্য উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। তবে ১ বছরে আপনাদের জন্য যা করেছি তা আমার মনে তৃপ্তি আসেনি। তাই আপনারা আমার জন্য একটি মাস খাটুন বিজয়ী হলে ইনশাল্লাহ আগামী পাঁচটি বছর আপনাদের সেবা দিয়ে যাবো। তিনি আরও বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসা আমার প্রতি রয়েছে, আমি বিশ্বাস করি আপনারা আমার পাশে থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত।