রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯আগস্ট) সকালে রায়পুরা উপজেলা রিপোর্টাস ক্লাবে আলোচনা সভা ও পরে রায়পুরা থানার মেইন গেইটের সামনে স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। গাজীপুরের এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশব্যাপী সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যাবে বলে তারা হুঁশিয়ারি দেন। এসময় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল(মৌন) উপজেলার বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. তৌফিকুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, মো. মোস্তফা খান, মাহবুবুল আলম লিটন, সাধারণ সম্পাদক মো. রফিকুল হক, ফোরামের সভাপতি হারুনুর রশীদ, রিপোর্টাসক্লাবের উপদেষ্টা ফজলুল হক চৌধুরী খোকা, টিএইচ আজাদ, সাধারণ সম্পাদক অজয় সাহা, কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলাম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিনা আক্তার, দপ্তর সম্পাদক খন্দকার শাহনেওয়াজ, রিপোর্টাস ক্লাবের দপ্তর সম্পাদক পারভেজ মোশাররফ, বিশিষ্ট সাংবাদিক প্রণয় ভৌমিক, আল-আমিন, কাজী শাহাদাত হোসেন প্রমূখ।