নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার পান্থশালা টু সায়দাবাদ পর্যন্ত মেঘনা নদীর উপর সেতু নির্মাণে স্থান পরিদর্শন করেছেন চীন প্রতিনিধিসহ উপরস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। চীন সরকারের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগের ডেপুটির প্রধান প্রকৌশলী মিঃ জিয়া সাইয়ের নেতৃত্বে ব্রীজ নির্মাণের স্থান পরিদর্শন করেন একটি বিচক্ষণ টিম। এসময় চীন সরকারের প্রতিনিধি ও ব্যবস্থাপক মিঃ ইউ জিকুইং উপস্থিত ছিলেন।
বুধবার (২৫জুন) সকালে নরসিংদীর রায়পুরায় শ্রীনগর ইউনিয়নের পান্থশালা থেকে মেঘনা নদীতে ট্রলার যোগে মেঘনা নদী পাড় হয়ে সায়দাবাদ ঘাটে নেমে তারা নদীর চারপাশ পরির্দশন করেন পরিদর্শক টিম। পরিদর্শনে এলজিইডির ব্রীজ প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ইবাদুর রহমান, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: ফুলকাম বাদশা, রায়পুরা উপজেলা প্রকৌশলী মো: সজিব সরকার, জেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক ও রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুছ মিয়া, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট্য ঠিকাদার নাজমুল হক ভূঁইয়া মোহন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সমন্বয়ক বশির আহম্মদ মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা রিপোর্টার ক্লাবের সভাপতি তৌফিকুল হক, বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক মো: মিলন মিয়া, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক সামসু উদ্দীন সামু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকির ভুইয়া, সাবেক যুগ্মসম্পাদক কামাল উদ্দিন ফকির, শ্রীনগর ইউপি সাবেক সদস্য বিএনপি নেতা খন্দকার হারুন অর রশিদ, সায়দাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জিয়া-উর রহমান উপস্থিত ছিলেন।
নরসিংদীর রায়পুরা উপজেলায় পান্থশালা এলাকায় মেঘনা নদীর উপর ব্রিজ না থাকায় যুগ যুগ ধরে ৬টি ইউনিয়নের প্রায় ৬ লাখ মানুষ চরম র্দূভোগ এর শিকার হচ্ছে। ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয় রায়পুরা সহ চরএলাকার মানুষ। এই সেতু নির্মিত হলে পাল্টে যাবে লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতির চাকা। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, নদীবেষ্টিত রায়পুরা মেঘনা নদীর উপর একটি সেতু হলে বদলে যাবে রায়পুরার চিত্র, কমবে অপরাধও। আশাকরি অতি শীঘ্রই রায়পুরা মেঘনা নদীর উপর ব্রীজ নির্মিত হবে। লাগব হবে কয়েক লক্ষাধিক মানুষের দুঃখ কষ্ট। চর আর টান বলে আর কোন ব্যবধান থাকবেনা। আমরা সকলে মিলে-মিশে একটা প্লাটফর্মে বসবাস করবো ইনশাল্লাহ।
এন’নস/এমনআ
Leave a Reply