নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক ঢাকসু জিএস খায়রুল কবির খোকনকে রায়পুরা উপজেলা বিএনপি ও সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিএনপির ইতিহাসে এই প্রথমবার নরসিংদী জেলা বিএনপির নেতৃত্ব বাছাইয়ে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এতে তৃণমূলের নেতাকর্মীরা কোন রকম হস্তক্ষেপ বা দলীয় প্রভাব ছাড়াই স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পেয়েছেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফাইজুর চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী, এম এন জামান, জাহাঙ্গীর আলম বাদল, রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আ. কুদ্দুস মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোকলেছুর রহমান মুক্তার, আলকাছ উদ্দিন ভূঁইয়া, মো. রফিকুল হক, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সহ-সভাপতি নাজমুল হক ভূঁইয়া মোহন, আইন বিষয়ক সম্পাদক এড. কাজী নজরুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. জসিম উদ্দিন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আহমেদ, সদস্যদের মধ্যে মো. কামাল হোসেন, মো. আমিন, এড. জালাল আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও নবনির্বাচিত সভাপতির সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন রায়পুরা পৌরসভা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান মানিক, রায়পুরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, সাবেক কমিশনার হাফিজুর রহমান ভুট্রো, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সামসু উদ্দিন সামু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস. এম. রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ হোসেন নাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন ও সদস্য সচিব মো. ইয়াকুব আলী, যুবদল নেতা মো. আকির ভুইয়া, কামাল ফকির ও মহিলা দলের নেত্রী দিলরোবা সুলতানা প্রমুখ।
এন’নস/এমনআ
Leave a Reply