এম নূরউদ্দিন আহমেদ : রাষ্ট্র পরিচালনার স্বার্থে দলমত নির্বিশেষে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি, চেয়ারম্যান ও (সিনিয়র সচিব), বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)। তিনি বলেন, “রাষ্ট্রযন্ত্র, গণতন্ত্র ও উন্নয়নকে সঠিক ধারায় এগিয়ে নিতে হলে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়াতে হবে।” সিনিয়র সচিব আরও জানান, এই সরকার কেবলমাত্র সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। তাই সরকারের প্রতিটি উদ্যোগে দলমত নির্বিশেষে সহযোগিতা প্রয়োজন। তিনি বিশ্বাস প্রকাশ করেন, সবপক্ষের ইতিবাচক ভূমিকার মাধ্যমেই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব হবে। তিনি আরও বলেন, “এখন আর বিভেদ বা দ্বন্দ্বের সময় নয়। দেশ ও জাতির কল্যাণে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এটাই হবে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় অবদান।” নরসিংদীর রায়পুরায় এক্সাস এর ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পরে রায়পুরা উপজেলা অডিটোরিয়ামের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এক্স স্টুডেন্টস এসোসিয়েশন অব সেরাজনগর মুনছর আলী পাইলট উচ্চ বিদ্যালয় (এক্সসাস) কর্তৃক আয়োজিত ভবন উদ্বোধন, নবগঠিত কার্যকরী পর্ষদের অভিষেক, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি, চেয়ারম্যান ও (সিনিয়র সচিব), বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) ও প্রতিষ্ঠাতা সভাপতি, এক্সসাস রায়পুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মো. মাসুদ রানা, বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মনসুর, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ শ্রীমতি বালা দাস, এয়ার কমডোর (অব.) মোঃ খালিদ হোসেন, বিইউপি, এনডিইউ, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি, জিডি(পি), সভাপতি, এক্স স্টুডেন্টস এসোসিয়েশন অব সেরাজনগর মুনছর আলী পাইলট উচ্চ বিদ্যালয় (এক্সসাস)। জেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান মিলন, পৌরসভা বিএনপির সভাপতি মো. ইদ্দিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সাংবাদিক তৌফিকুল হক প্রমূখ। এছাড়া এক্সাস ও রায়পুরা উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply