নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর বেলাবতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে সাইফুল ইসলাম (২৬) নামে একজন নিহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অন্তত ১০ জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে নরসিংদীর বেলাব ও চর বেলাবোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর দেড়টার দিকে সেনাবাহিনী, ডিবি পুলিশ এবং পুলিশের যৌথ বাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহত সাইফুল ইসলাম চর-বেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পরে সংঘর্ষটি সাময়িকভাবে বন্ধ হলেও সেদিন সন্ধ্যায় প্রতিপক্ষের এক মোটরসাইকেলে ব্যাটারিচালিত অটোরিকশা সাইড না দেওয়া নিয়ে ফের সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের জের ধরে সকালে প্রতিপক্ষের হামলায় চর বেলাব গ্রামের সাইফুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে ওসিসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হন। আহতরা বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুব রহমান বলেন, সকালে ৩শ থেকে ৪শ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেলাব বাজারের দিকে প্রবেশ করতে এলে আমরা তাদের বাধা দেই। সেখানে তারা আমাদের ওপর হামলা চালায়। আমাদের প্রায় ১০-১২ জন পুলিশ সদস্য আহত হয়। এমতাবস্থায় আমরা প্রথমে লাঠিচার্জ, পরে টিয়ার শেল এবং শেষে শর্টগান ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
বেলাবো স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মনজুর-ই-মুশাফকা ফেরদৌস বলেন, সাইফুল ইসলাম নামে একজনকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়। তার চোখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত আছে, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এন’নস/এমনআ
Leave a Reply