রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
তীব্র দাবদাহে অসহনীয় অবস্থা দেখা দিয়েছে। প্রচণ্ড এই গরম বিপর্যস্ত মানবজীবন। এই গরম থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য নরসিংদীর রায়পুরায় ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করেছেন মুসল্লিরা।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে রায়পুরা পৌরসভা মাঠে মুসল্লীদের অংশগ্রহনে এই নামাজ আদায় করা হয়। সেখানে মুসল্লিরা বৃষ্টির জন্য নামাজ ও দোয়া করেছেন।
সকালে পৌরসভা মাঠে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেখানে সকাল থেকেই ইস্তিসকার নামাজ আদায় করতে জড়ো হতে থাকেন মুসল্লিরা। সকাল ১১টার দিকে রায়পুরা বাজার মসজিদের সাবেক ইমাম হাফেক মাওলানা ইলিয়াস হোসেন এই নামাজ পরিচালনা করেন।
নামাজ শেষে শ্রীরামপুর বাজারস্থ মদীনা মাদ্রাসার মোহতামিম মাওলানা ফজলুল হক মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মহান আল্লাহ তায়ালার নিকট নিজেদের পাপ মুক্তি এবং রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা।
এন’নস/এমনআ/জুয়েল
Leave a Reply