রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও আনসার বাহিনীসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় পৌরএলাকায় শ্রীরামপুর (রেলগেইট)সহ আশেপাশের সড়কে শৃঙ্খলা ফেরাতে সিএনজি চালিত অটো স্ট্যান্ড সড়িয়ে দেওয়া হয়।
এছাড়া ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে একটি দোকান মালিককে বারো হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।
এছাড়াও পান্থশালা ফেরিঘাট সংলগ্ন এলাকায় সিএনজি চালিত ও বিদ্যুৎ চালিত অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করে তা বন্ধ করে ট্রাফিক কন্ট্রোলের জন্য পুলিশ মোতায়েন করা হয়।
এবং রাষ্ট্রায়ত্ত বানিজ্যিক ব্যাংক সমূহের খবর নেওয়া হয় ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।
এন’নস/এমনআ
Leave a Reply