রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় বর্ণিল সাজ ও আলোকসজ্জায় পলাশতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার দিনব্যাপী বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন আলতাফসহ রায়পুরা উপজেলা বিএনপির সহযোগী সংগঠন যুবদল ও ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply