রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন এবং গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ রায়পুরা উপজেলাকে নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখার বিশাল জনসভা।
এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, কলরবের নির্বাহী পরিচালক ও নরসিংদী-৫ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান।
তিনি বলেন, '৩ সেপ্টেম্বরের জনসভাকে সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। রায়পুরার ইতিহাসে এটি একটি অন্যতম বৃহৎ সমাবেশ হতে যাচ্ছে। উপজেলার ২৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে আগত জনগণের উদ্দেশ্যে পীর সাহেব চরমোনাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সমাবেশকে ঘীরে পৌর শহরের বিভিন্ন স্থানে শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করবেন।'
জনসভায় দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চব্বিশের গণ অভ্যুত্থানের অগ্রসেনানী চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দও জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন রায়পুরা উপজেলা উত্তর শাখার সভাপতি আব্দুল মতিন (শিপন মোল্লা), সেক্রেটারি শফিকুল ইসলাম রব্বানী, দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা বরকত উল্লাহ রশিদী, পৌর শাখার সভাপতি মুফতি মোশাররফ হোসাইন, সেক্রেটারী সাজেদুল্লাহ সায়েম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি এইচ এম নূরে আলম সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এন'নস/এমনআ