
এম নূরউদ্দিন আহমেদ : বাংলাদেশের আড়াই কোটি হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রান্তিক ও জনশক্তি বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অর্পনা রায়। রোববার (২৮ডিসেম্বর) নরসিংদীর রায়পুরা উপজেলার বটতলী এলাকায় আয়োজিত হাটি সংকীর্তন অনুষ্ঠান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “দিপুকে যারা পুড়িয়ে হত্যা করেছে তারা মানুষ নয়। এ ধরনের অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। ” নিপুন রায় বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হলে অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র রায়, পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক সজল পাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দীপক কুমার প্রিন্স, রায়পুরা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক দত্ত, সদস্য সচিব সবুজ নন্দী, রায়পুরা পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিঠু বর্মন, সদস্য সচিব সঞ্জয় সাহা,রায়পুরা উপজেলা জাসাসের সভাপতি দিদার মিয়া, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, কেন্দ্রীয় মিলন মন্দিরের সাবেক সভাপতি চন্দনকান্তি সাহা, সাধারণ সম্পাদক সমীর রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর আবহে অনুষ্ঠিত হয়। এর আগে পৌরসভার রেলগেইট এলাকায় রায়পুরা উপজেলা জাসসাসের সাধারণ সম্পাদক শিল্পী দিদার মিয়ার অফিসে মতবিনিময় করেন।
Leave a Reply