
নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি’র রায়পুরা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিকতায় সক্রিয় উদীয়মান তরুণ ও আন্তর্জাতিক সাংবাদিক তালিকা ভুক্ত, বিশেষ সম্মাননা প্রাপ্ত শফিকুল ইসলাম।
শনিবার (৩ জানুয়ারী ২০২৬) বিকেলে রাজধানীর মহাখালীতে অবস্থিত বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন, প্রধান বার্তা সম্পাদক জিয়াউল করিব সুমন, অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধান এইচএম নাহিয়ান, প্লানিং এডিটর মামুন চৌধুরী, আইটি বিভাগের প্রধান জাহাঙ্গীর চৌধুরী, ডিজিটাল বিভাগের প্রধান বিল্লাল হোসেন জুয়েল।
শফিকুল ইসলাম শিক্ষাজীবন শেষ করে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকা তার কর্মজীবনে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক ও সহকর্মী মহলে প্রশংসিত হয়েছেন। সাংবাদিক শফিকুল দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনীর মাধ্যমে এলাকার অবহেলিত মানুষের দুঃখ-দুর্দশা, সামাজিক সমস্যা এবং উন্নয়নের সম্ভাবনাগুলো উঠে এসেছে। ইতিপূর্বেও তিনি বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন।
এক প্রতিক্রিয়া সাংবাদিক মোঃ রাছেল বলেন, দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম বৈশাখী টেলিভিশনে কাজের সুযোগ পাওয়া আমার জন্য বড় একটি প্রাপ্তি। আমি সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সবসময় সত্য ও বস্তুনিষ্ঠতাকে প্রাধান্য দেবো। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পৌর এলাকার থানাহাটি গ্রামের লুৎফর রহমানের বড় ছেলে। শিক্ষা জীবনে তিনি রায়পুরা আর,কে,আর এম উচ্চ বিদ্যালয় থেকে (এসএসসি), রায়পুরা সরকারি কলেজ থেকে এইচএসসি ও নরসিংদী সরকারি কলেজ বিবিএস (স্নাতক) এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে (মাস্টার্স) অধ্যয়ন করছেন।
বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক “প্রতিদিনের সংবাদ” ও জাতীয় অনলাইন “বাংলা আফের্য়াস” পত্রিকায় রায়পুরা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে কর্মরত রয়েছেন।
এছাড়া সাংবাদিক শফিকুল ইসলাম ফ্রান্সের আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (RSF) থেকে সাহসী সংবাদ প্রকাশের জন্য অনুদানও পেয়েছেন।
তার এই নতুন দায়িত্ব পালনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
Leave a Reply