রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় মেয়াদ উত্তীর্ণ খাবার (পাউরুটি) ফেরত দেয়ায় ক্রেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক দোকানদারের বিরুদ্ধে।
রবিবার (১৯মে) সন্ধা আনুমানিক ৭টায় উপজেলার আমীরগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। জানা গেছে, সোহেল ভূইয়া নামের এক ব্যক্তি আমিরগঞ্জ বাজারে দেলোয়ার হোসেনের দোকান থেকে গত ১৭মে রাতে একটি পাউরুটি ক্রয় করিয়া বাড়িতে নিয়া যায়। পরে বাড়িতে গিয়ে দেখেন পাউরুটিটি মেয়াদোত্তীর্ণ। তখন তিনি গত ১৮মে রাতে দোকানদারের কাছে গিয়ে মেয়াদ উত্তীর্ণ পাওরুটি ফেরত দিয়ে আসেন এবং মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করলে ব্রাহ্মমান আদালতে যেকোনো সময় দোকানিকে জরিমানা করতে পারে বলে জানান। সোহেল ভুইয়া দক্ষিণ মির্জানগর এলাকার আবু ইউসুফ ভুইয়ার ছেলে।
পরে ১৯মে সন্ধ্যা ৭টায় ঘটিকার সময় নুরুল আমিন নামের এক ব্যক্তি তাকে মোবাইল ফোনের মাধ্যমে তার দোকানে ঢাকাইয়া নিয়ে আসেন। পরে পূর্ব পরিকল্পিতভাবে দেলোয়ার ও নূরুল আমিন মিলে তাদের হাতে থাকা লোহার রড দিয়া হত্যার উদ্দেশ্যে সোহেল ভুইয়াকে আঘাত করলে তিনি মাটিতে পরে পড়ে যান।
বিজ্ঞাপন : এখানে আপনার মূল্যবান বিজ্ঞাপন দিন
রায়পুরাবাসীর কাছে ভোট প্রার্থনা করেছেন লাকি
এসময় প্রতিপক্ষের আঘাতে তার হাতের আঙ্গুল ভেঙ্গে যাওয়াসহ মারাত্মকভাবে আহত হন। অভিযুক্ত নূরুল আমিন হাসনাবাদ স্কুল পাড়া এলাকার মৃত্যু শহীদুল্লার ছেলে এবং দেলোয়ার দক্ষিণ মির্জানগর কান্দাপাড়া এলাকার মৃত; ওমর আলীর ছেলে।
উক্ত ঘটনায় ভুক্তভোগী সোহেল ভুইয়া বাদী হয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এন'নস/এমনআ