আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৩১জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল ।
এ সভায় সহকারী কমিশনার (ভূমি) কেএম রাহানুর রহমান, ওসির প্রতিনিধি লিয়াকত হোসেন, আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রতিনিধি প্রভাষক মেহেরুল ইসলাম,আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক নিজামুদ্দিনসহ মিডিয়া কর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, “মাদকসেবী ও মাদক বিক্রেতাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা আরো বলেন, মাদক নির্মূলে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং পরিচালনার প্রস্তাব দেন। তারা বলেন, “মাদকসেবীর সংখ্যা আশঙ্কাজনক ভাবে বাড়ছে, যা সমাজের জন্য ভয়ংকর সংকেত। কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে।।এছাড়াও জুয়া, চুরি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা ও প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করা একান্ত প্রয়োজন মনে করেন।
Leave a Reply