রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। সোমবার (২১ জুলাই) সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এঘটনা ঘটে।
নিহত মোমেনা খাতুন (৫০) ওই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী। নিহতের পরিবারের দাবি, গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ওই নারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরার চরাঞ্চল সায়দাবাদ এবং বালুরচর এলাকার মধ্যে “কার বেশী ক্ষমতা এই সূত্র ধরে কোন্দল চলছিল”। এরই জের ধরে সোমবার সকালে মরণ নেশা টেঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে মাঠে নামে দুই গ্রুপ । এ সময় সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুন নামে ওই নারী নিহত হয়। এরপর থেকে রায়পুরার চরাঞ্চলে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।
এতে নিরপরাধ, ঝগড়ার সাথে জড়িত নয় একজন এক্স আর্মির বাড়ীঘর ভাংচুর ও অগ্নিসংযোগ ও লোটপাট করেছে হানিফ মাষ্টার সমর্থকরা। ক্ষতি গ্রস্থ আর্মি সদস্যদের নাম মো. সেলিম মিয়া। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।
এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম অ্যান্ড অপস) বলেন, রায়পুরা চরাঞ্চালে দুই গ্রামের মধ্য সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
খবর পেয়ে এলাকায় প্রবেশ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমও। খবর লেখা পর্যন্ত সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান করছেন।
Leave a Reply