এম নূরউদ্দিন আহমেদ :
নরসিংদীর রায়পুরায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা শহরে এক বিশাল আনন্দ র্যালী বের করা হয়।
র্যালীটি রায়পুরা কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তুলাতলী মোড় হয়ে ইকবাল মেম্বারের বাড়িতে গিয়ে শেষ হয়। এতে হাতে হাতে পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শত শত মানুষ অংশগ্রহণ করেন।
পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (স) -এর জীবনাদর্শ তুলে ধরে বলেন, মানবজাতির মুক্তি, ন্যায়, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা নিয়ে তিনি বিশ্বে আগমন করেছিলেন। তাঁর শিক্ষা ও আদর্শ মেনে চললেই সমাজে সত্যিকার শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব। এসময় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ২’এর পরিচালক পীরজাদা মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদসহ স্থানীয় জনপ্রতিনিধি, উদযাপন কমিটি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply