রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় “প্লাস্টিক দূষণ রোধে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকালে রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে সচেতনতামূলক একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা এসে শেষ হয়। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মো. রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তাগন পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর আরোপ করেন। এছাড়াও প্রতিনিয়ত যেভাবে প্লাস্টিক বর্জ্য আমাদের পরিবেশকে দূষিত করছে তা মানুষের স্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এন’নস/এমনআ
Leave a Reply