রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে ১৬জুলাই ২০২৫ এক বিশেষ কর্মসূচি পালিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনের মূল লক্ষ্য ছিল সমাজে বিদ্যমান বৈষম্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বার্তা পৌঁছে দেওয়া।
উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১টায় উক্ত সভা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা সামালগীর আলম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৌফিকুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সমাজে অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাগত বৈষম্য দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণরাই পারে এই পরিবর্তনের নেতৃত্ব দিতে।” এছাড়া বক্তৃতায় বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে বৈষম্য দূরীকরণের জন্য প্রশাসনিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এবং শিক্ষামূলক তত্ব, বৈষম্যের বাস্তব চিত্র এবং তার প্রতিকার নিয়ে গুরুত্বারোপ করা হয়। দিনের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও শুভেচ্ছা উপহার বিতরণ করেন উপজেলা প্রশাসন। এ ধরণের সম্মিলিত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরও সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে। অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
Leave a Reply