
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণমিছিল করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।
সোমবার বিকেলে রায়পুরা পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির নেতারা বলেন, ওসমান হাদি ছিলেন একজন নিরীহ মানুষ। তাঁর নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসী আজ শোকাহত ও ক্ষুব্ধ। দীর্ঘদিন পেরিয়ে গেলেও খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
বক্তারা অভিযোগ করেন, অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে বলেই বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৫, (রায়পুরা- ৩) আসনে এনসিপি মনোনীত প্রার্থী মো. জুয়েল রানা, সেলিম খান, যুগ্ম সমন্বয়কারী, একেএম মিলন সদস্য, বিপ্লবী মুরাদ ভুইয়া, নাসির উদ্দীন প্রধান সমন্বয়কারী মীর্জাপুর ইউনিয়ন, শাহাদাৎ হোসেন যুগ্ম সমন্বয়কারী, নাইম সংগঠক ছাত্র শক্তি, রাহিম ছাত্র শক্তিসহএনসিপির স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।
এন’নস/এমনআ
Leave a Reply