সাইফুল ইসলাম জুয়েল : নরসিংদীর রায়পুরায় ২৬শে জুলাই “পুনর্জাগরণে শপথ” প্রতিপাদ্যে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
তিনি নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “পুনর্জাগরণ শুধু একটি ধারণা নয়, এটি আমাদের সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তনের পথ নির্দেশ করে।” সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, যুব প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে।
শপথ গ্রহণ পর্বে দুর্নীতি, মাদক, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং একটি সুন্দর ও উন্নত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন উপস্থিত সকলে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. খলিলুর রহমান সজিব, মহিলা কর্মকর্তা ফাতেমা আক্তার, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূইয়া, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. তৌফিকুল হক, রায়পুরা উত্তর ও দক্ষিণ শাখার জামায়াতের আমিরসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, সচেতনতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ এক গণজাগরণের প্রতিচ্ছবি।