
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের আওতাধীন মেথিকান্দা এলাকায় শতবর্ষ ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন শতশত মানুষকে বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করে যাতায়াত করতে হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার একটি জনবহুল এলাকার মধ্য দিয়ে চলে যাওয়া মেথিকান্দা-খাকচক এলাকার এই রাস্তাটি প্রায় শত বছর ধরে এলাকার মানুষ স্কুল-কলেজ, হাটবাজার, মসজিদ, হাসপাতালসহ নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার করে আসছিল।
সম্প্রতি অদৃশ্য ক্ষমতার অধিকারী প্রভাবশালী বাদল দত্ত নামের এক ব্যক্তি নিজেদের স্বার্থে রাস্তাটির একটি অংশ দখল করে চলাচল বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, বয়স্ক মানুষ, নারী ও রোগীরা।
এতে করে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার বাদল দত্তকে বলার পরও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত রাস্তাটি উন্মুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন তারা।
এবিষয়ে অভিযুক্ত বাদল দত্তের সাথে যোগাযোগ করলে তাকে বাড়িতে পাওয়া যায়নি তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা জানান , বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন।
Leave a Reply