নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরায় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর ২০২৪ বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায়, সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর আত্মার মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২সেপ্টেম্বর) বিকালে রায়পুরা বাসস্ট্যান্ডে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল)।
এসময় বক্তব্য রাখেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, রায়পুরা পৌরসভার ২ বারের সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল কুদ্দুছ মিয়া।
এছাড়াও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মাহবুবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, সহ সাংগঠনিক সমম্পাদক আব্দুল আওয়াল, রায়পুরা পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর আমির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ, রায়পুরা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান শাহীন মাষ্টার, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আহসান উল্লাহ, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ফিরোজ আল মোজাহিদ, রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্য সচিব মো. সুমন নেওয়াজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন ভুইয়া, রায়পুরা পৌরসভা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম সোহেল ও সাধরন সম্পাদক সুমন নেওয়াজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলকাছ উদ্দিন, কামাল মিয়া, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ আলমগীর হোসেন, পৌর মৎস্যজীবিদলের সদস্য সচিব জালাল মিয়া, রায়পুরা পৌর তাঁতীদলের সদস্য সচিব বাদল মিয়া, মরজাল ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক প্রধান, সাধারণ সম্পাদক কবীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রায়পুরা উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এন’নস/এমনআ
Leave a Reply