
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় বিয়াম ল্যাবরেটরি স্কুলে অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯জানুয়ারী) বিকালে বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন নরসিংদীর উপপরিচালক স্থানীয় সরকার (উপসচিব) মৌসুমী সরকার রাখী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সামালগীর আলম, জেলা বিএনপির সাবেক সহকৃষি বিষয়ক সম্পাদক মো. তৌফিকুল হক, পৌরসভার সচিব মো. মনিরুল ইসলাম, পৌরসভা ইঞ্চিয়ার মো. রুবেল মিয়া, ট্রেজারার কমল মিয়াসহ ছাত্র ছাত্রী শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
এসময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। পরে অতিথিদের মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশন করা হয়।
এন’নস/এমনআ
Leave a Reply