রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।
এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সজীব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবসের গুরুত্ব ও পরিবার পরিকল্পনার প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, টেকসই উন্নয়নের জন্য পরিকল্পিত পরিবার ও জনসচেতনতা অপরিহার্য। এই লক্ষ্যে তরুণদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, “জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে না পারলে উন্নয়নের গতিধারা স্থবির হবে। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় প্রশংসিত কর্মীদের হাতে সম্মাননা পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।
Leave a Reply