
এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগরে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ডিসেম্বর) বিকেলে রায়পুরা উপজেলার শ্রীনগর বাঘাইকান্দি এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
এতে শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নাসির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
শ্রীনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সোহেল ভেন্ডারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল বাছেদ, মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট খন্দকার মেহেদী হাসান, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, সাবেক সভাপতি আমজাদ হোসেন আলতাফ, রায়পুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ ভুইয়া, ইউনিয়ন বিএনপির সহসভাপতি শওকত আলী মেম্বার, মোহাম্মদ আবুল হোসেন, যুবদল নেতা হুমায়ুন কবির, দীন ইসলাম, কামরুজ্জামান, কামাল ফকির প্রমূখ।
এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এই সময়ে তার দ্রুত সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের দোয়া একান্তভাবে প্রয়োজন।বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকটকালে বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করা দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে বলেও বক্তারা আশা প্রকাশ করেন। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহর দরবারে দেশনেত্রীর সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
পরে প্রধান অতিথি উপজেলার শ্রীরামপুর এলাকার কামার বাড়ী মোড়ে এক ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন করেন। এন’নস/এমনআ
Leave a Reply