রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে কুড়ের পাড় একাদশ ২-১গোল মাহমুদপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান লাভ করেন। গ্রাম বাংলার ঐহিত্যবাহি ফুটবল খেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আন্দনঘন পরিবেশে হাজারো ফুটবল প্রেমিদের উপস্থিতে পিরিছকান্দি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত খেলার শুভ উদ্বোধন করেন নরসিংদী-৫ রায়পুরা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি'র সমবায় বিষয়ক সম্পাদক একেএম জাহাঙ্গীর আলম বাদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক এম এন জামান, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূইয়া রুহেল, জেলা বিএনপি'র সহ কোষাধ্যক্ষ সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া ও সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চন, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. তৌফিকুল হক, রায়পুরা পৌরসভা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রায়পুরা উপজেলা যুবদল আহ্বায়ক আলফাজ উদ্দীন মিঠু, জেলা যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক হুমায়ন কবির সনি, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি মো. তোফাজ্জল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপি নেতা মহসিন আহমেদ চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রফিকুল হক, উপজেলা যুবদল নেতা সোরাব মিয়া, রায়পুরা পৌরসভা যুবদল সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মুছা মিয়া ও সাধারন সম্পাদক মো. সুমন মিয়া, রায়পুরা পৌরসভা মৎস্যজীবীদলের সাধারন সম্পাদক মো. জালাল মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মির্জাপুর ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম প্রমূখ।