মো. মাজেদুল ইসলাম :
বর্ণিল সাজ-সজ্জা ও হর্ষোৎফুল্লতার মধ্যে ১১ জানুয়ারী শনিবার রাতভর নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ পূর্বপাড়া সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে স্থানীয় স্কয়ার মাঠে নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। নকআউট পদ্ধতিতে খেলা পরিচালিত হয়। আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান হাজী মো. সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন কম্বোডিয়া প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সালেহ্।
খেলার উদ্বোধন করেন দুবাই প্রবাসী মো. তাজুল ইসলাম ফরাজী। এতে প্রধান মেহমান ছিলেন পুলিশের সাব-ইন্সপেক্টর আশরাফুল আলম মোহন।
প্রধান উপদেষ্টা ছিলেন মালয়েশিয়া প্রবাসী মো. ইব্রাহিম মোল্লা। সম্মানীয় অতিথি ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. শামীম শরীফ। তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি খন্দকার জোবায়ের হোসেন। খেলার ধারাভাষ্যকার ছিলেন নূর মোহাম্মদ ও মো. সোহাগ মিয়া। উক্ত টুর্ণামেন্টে এস.এস.জে একাদশ চ্যাম্পিয়ন এবং ই.এন.এস. একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন দলকে বিশালাকৃতির খাসি এবং রানার্সআপ দলকে ৭ হাজার টাকা প্রাইজমানি পুরস্কারে ভূষিত করা হয়। খেলায় সার্বিক সহযোগিতা করেন জোবায়ের, আফরান, জুনায়েদ, পাভেল প্রমূখ।
এন'নস/এমনআ