রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : ইসলামি আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখার আয়োজনে চরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের স্বার্থে থানা প্রতিষ্ঠার দাবিতে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার পাড়াতলী ইউনিয়নের আলীনগর ঈদগাহ মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। চরাঞ্চলের ৬ টি ইউনিয়ন থেকে হাজারো মানুষ এতে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, চরাঞ্চলের মানুষ বহুদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষার জন্য দ্রুত প্রশাসনিক সহায়তা থেকে বঞ্চিত নদীভাঙন প্রবণ ও দুর্গম এ চর অঞ্চলে রায়পুরা থানায় যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, যা জরুরি পরিস্থিতিতে বড় ধরনের অসুবিধা তৈরি করে। চরাঞ্চলে কয়েক লাখ মানুষের বসবাস হলেও এখানকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এখনো পৃথক থানা প্রতিষ্ঠিত হয়নি। থানার অনুপস্থিতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলান বদরুজ্জামান বলেন,”চরের মানুষের জীবনসংগ্রাম অত্যন্ত কঠিন। নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে এখানকার পরিবারগুলো। অবিলম্বে রায়পুরার চরাঞ্চলে একটি পূর্ণাঙ্গ থানা স্থাপন করতে হবে। চরবাসীর এই ন্যায্য দাবি অবজ্ঞা করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। “চরের মানুষ আশাবাদী, সরকার তাদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে শিগগিরই রায়পুরার চরাঞ্চলে নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলার দক্ষিণ শাখার আয়োজনে সমাবেশে দাবি উপস্থাপন করেন বৈষম্যমুক্ত রায়পুরা উন্নয়ন আন্দোলন সভাপতি ও জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, ‘চরাঞ্চলে টেঁটাযুদ্ধ লাগিয়ে মানুষ হত্যাসহ লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এই ধরনের অপসংস্কৃতি বন্ধসহ চরাঞ্চলে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে প্রশাসনিক থানা ঘোষণা ও মেঘনা সেতু নির্মাণ করতে হবে।
এ ছাড়া চানপুর, চরমধুয়া, ও মির্জাচর ইউনিয়নে সংযোগ সেতু এবং মেঘনার ভাঙনরোধে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাই। ’ থানা ও সেতুর দাবিতে নানা কর্মসূচি ঘোষণা করেন বদরুজ্জামান। কর্মসূচির মধ্যে রয়েছে গণস্বাক্ষর, চরাঞ্চলে ছয়টি ইউনিয়নে মানববন্ধন, নৌ বিক্ষোভ, উপজেলা পরিষদের সামনে গণঅবস্থান ও স্মরকলিপি প্রদান এবং মার্চ টু নরসিংদী ডিসি অফিস।
এতে রায়পুরা উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে জন সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার সহসভাপতি ও মহিষাশুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া, বিএনপি নেতা জসিম উদ্দিন আহমেদ, জসিমমুদ্দিন জাহাঙ্গীর, রায়পুরা পূর্বাঞ্চল জামায়াতে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, ফরিদ উদ্দিন, মিজান শিকদার, বিল্লাল হোসেন মাখন, দানা মিয়া, নুরুল হক মিয়া, হযরত আলী, আক্তার মাস্টার, আলফাজ উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা সাঈদ আহমাদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সাজেদুল্লাহ সায়েম, নুরে আলম সিদ্দিকী ও বরকত উল্লাহ রশীদি।
এন’নস/এমনআ
Leave a Reply