রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুস সাত্তারকে বৈষম্যবিরোধী হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮জুন) দিবাগত রাতে নরসিংদী শহরের টাওয়াদী এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮জুন) দুপুরে মুঠোফোনে সাংবাদিকদের সাথে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
জানা গেছে, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নরসিংদী সদরের বদরপুর এলাকায় ছাত্র-জনতার ওপর হামলায় স্থানীয় আজিজ নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অপরদিকে হাজী আব্দুর সাত্তারকে গ্রেফতার বিষয়ে তার ছেলে শাহরিয়ার শাকির জানান, আমার বাবার নামে কোন মামলা নেই। আটকের ১দিন পর একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ২০১৬ সালের পর থেকে আমার বাবা রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন। আমাদের হয়রানি করার উদ্দেশ্যে মূলত প্রতিপক্ষ প্রভাবশালী মহলের অপ-কৌশল এটি।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার করে আব্দুস ছাত্তারকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply