রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির প্রথম সভা ও বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বিকেলে রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়ামের গণ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
রায়পুরা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মেহেবুল হক রিপনের সভাপতিত্বে ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর ইলাহীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমপি পুত্র রাজিব আহমেদ পার্থ, উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহসভাপতি এড. ইউনূস আলী ভুইয়া, নরসিংদী জেলা কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ কৃষক লীগ জাতীয় কমিটির সদস্য এ.টি.এম শফিকুল ইসলাম মিন্টু, নরসিংদী জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সেলিম মিয়া, নরসিংদী জেলা কৃষক লীগ সভাপতি এড. নজরুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামিলীগের সাবেক যুবও ক্রিয়া সম্পাদক একেএম মহিউদ্দিন, চান্দের কান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফিল উদ্দিন আপেল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ডা. আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
অনুষ্ঠানে কৃষক লীগের নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল তোড়া দিয়ে বরণ করা হয়। পরে আগামী দুই মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার তাগিদ দেন অনুষ্ঠানের প্রধান আলোচক এমপি পুত্র রাজিব আহমেদ পার্থ।
সবশেষে অডিটোরিয়াম মাঠে ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন রাজিব আহমেদ পার্থ।
এন’নস/এমনআ
Leave a Reply