রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শ্রমিক দিবস ২০২৫। রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।
র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান (রুবেল), উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, রিপোর্টস ক্লাবের সভাপতি, পৌরসভা শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের ইতিহাস, শ্রমিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি, তাই তাঁদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
অনুষ্ঠান শেষে শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করা সংগঠনগুলোকে অশেষ ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
এন’নস/এমনআ
Leave a Reply