রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল অনুযায়ী শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শেষ হয়েছে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম।
এ দিন ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্য পদে ৩৫ জনের প্রতীক ঘোষনা করেন চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন কমিশন৷
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে লড়বেন বর্তমান চেয়ারম্যান হাসানুজ্জামান সরকারের স্ত্রী মাসুদা জামান, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার আনারস প্রতীক এবং ছাত্রলীগ নেতা সজীব সরকার মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চর আড়ালিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৭ শত ৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৬ শত ৫৪ এবং মহিলা ভোটার হচ্ছে ৬ হাজার ১ শত একজন।
এন'নস /এমনআ /আজিজুল