রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদী জেলার রায়পুরায় "রায়পুরা ফাউন্ডেশন" নামে একটি সামাজিক উন্নয়নমুখী সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে রায়পুরা উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
রায়পুরা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অজয় সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. খলিলুর রহমান সরকার, রায়পুরা উপজেলা মুক্তি যোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. মো. নজরুল ইসলাম, রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. তৌফিকুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, বশির আহম্মেদ মোল্লা, মো. মোস্তফা খান, মাহবুব আলম লিটন, সিনিয়র সহসভাপতি এসএম শরীফ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শামীমা আক্তার শিমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, "রায়পুরা ফাউন্ডেশন" একটি অরাজনৈতিক ও মানবকল্যাণে নিবেদিত সংগঠন হিসেবে কাজ করবে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দারিদ্র্য বিমোচন, নারী ও শিশুকল্যাণসহ সামাজিক বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনাই সংগঠনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভা শেষে অতিথিবৃন্দ নতুন ফাউন্ডেশনের যাত্রার জন্য শুভকামনা জানান এবং সকলে মিলে একটি উন্নত, সচেতন ও মানবিক রায়পুরা গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
এন'নস/এমনআ