রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
রায়পুরা উপজেলাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগীতা চেয়ে রায়পুরা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান বলেছেন উপজেলার যেকোনো সমস্যার সমাধান যেনো অল্প সময়ের মধ্যে হয়, কোন প্রশাসনিক দপ্তরে যেনো জনগনকে বারবার যেতে না হয় সে বেপারে আমি বিশেষ ভাবে কাজ করবো।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রায়পুরায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হাসান।
মতবিনিময় সভায় রায়পুরা প্রেসক্লাব, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব ও রায়পুরা সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শফিকুল ইসলাম, দৈনিক সময়ের মুক্তচিন্তা সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদীন, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টাস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল হক রফিক, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহাসহ প্রায় অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রশাসনকে সার্বিক সহযোগিতার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান ইউএনও মো. ইকবাল হাসান।
এন’নস/এমনআ/জুয়েল
Leave a Reply