নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন। রবিবার (২০জুলাই) বিকালে রায়পুরা উপজেলা রিপোর্টাস ক্লাব পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
সভায় ইউএনও মাসুদ রানা আরো বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। তাদের কলমের শক্তি সমাজ পরিবর্তনের হাতিয়ার। তবে সেটা হতে হবে সত্যনিষ্ঠ, গঠনমূলক ও জনকল্যাণে সহায়ক।” তিনি আরও বলেন, “গুজব, অপপ্রচার ও ভিত্তিহীন তথ্য পরিবেশন সাংবাদিকতার আদর্শের পরিপন্থী। তাই গণমাধ্যমকর্মীদের উচিত তথ্য যাচাই করে নির্ভুল সংবাদ পরিবেশন করা।”
রোববার বিকালে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের কনফারেন্স রুমে ক্লাবের বিশেষ সভার শুরুতে ক্লাবের কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলাম গত মাসের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন৷ এরপর ক্লাবের বিগত দিনের কার্যক্রম ও আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে উন্মুক্ত আলোচনা শেষে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানাকে ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন। রিপোর্টাস ক্লাব প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধী পর্যন্ত সকল কার্যক্রমের ওপর নির্মিত ‘স্মৃতির পাতায়’ বই উপহার দেওয়া হয়।
এরপর ক্লাবের ফান্ড থেকে অস্বচ্ছল এক ব্যক্তির চিকিৎসা ব্যয় বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৌফিকুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা, প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা জয়নুল আবেদীন, টিএইচ আজাদ কালাম, ফজলুল হক চৌধুরী খোকা, বশির আহমেদ মোল্লা, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদুল হক, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, মো. মোস্তফা খান, মাহবুবুল আলম লিটন, সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় সাহা, রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক পারভেজ মোশারফ, ফয়সাল আহমেদ, তাসলিমা আক্তার, শাহরিয়ার পরাগ, হাবিব মোল্লা সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা প্রত্যেকেই রিপোর্টার্স ক্লাবের বিগত দিনের কার্যক্রম ও ক্লাব পরিচালনায় কমিটির স্বচ্ছতার বিষয়ে ভূয়সী প্রশংসা করেন।
সভা শেষে ইউএনও মো. মাসুদ রানা সাংবাদিকদের প্রশংসা করে বলেন, “রায়পুরার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকরা আমাদের শক্তিশালী অংশীদার। সমন্বয় ও সৌহার্দ্য বজায় রেখে আমরা একসাথে কাজ করতে চাই।”
পরে সাংবাদিক একেএম সেলিমের মমতাময়ী মা ও আবুল কালাম আজাদের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং অসুস্থ সাংবাদিক ও তার পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এন’নস/এমনআ
Leave a Reply