রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশকে বারোটা বাজিয়ে চলে গেছে, আমরা বিএনপির ৩১ দফা দাবির মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজাবো।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্বৈরাচার পতিত সেই সরকারের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। বিএনপিতে আমরা কখনো আওয়ামী লীগের কাউকে স্থান দিব না। এটাতে সকলকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে।
অলিপুরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও অলিপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উসমান মিয়ার সঞ্চালনায় ইউনিয়নের অলিপুরা এবং ব্রাহ্মনবধূয়া বাজারের একটি ভবনে কার্যালয়টির শুভ উদ্বোধন করা হয়।
এর আগে তিনি সকালে রায়পুরার পৌর শহরের শ্রীরামপুর এলাকায় শহিদ মনিরুজ্জামান মনির স্মৃতি সংসদের আরও একটি কার্যালয় শুভ উদ্বোধন করেন। পরে দুপুরে পাশেই রায়পুরা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নেন তিনি।
এতে রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ, যুবদলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, পৌরসভা যুবদলের সভাপতি মো. সুমন নেওয়াজ, অলিপুরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কবির মেম্বার, অলিপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাসেল ভুইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা কামরুজ্জামান কামরুল, যুবদল নেতা অলিউর, ছাত্রদল নেতা মাসুম কিবরিয়াসহ উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এন’নস/এমনআ
Leave a Reply