মো. তৌফিকুল হক : নরসিংদীর রায়পুরায় দলিল লিখক সমিতির উদ্যোগে প্রয়াত হারুনুর রশীদ ভেন্ডারের স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সাবরেজিস্টার অফিস সংলগ্ন দলিল লিখকদের অফিস প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হারুনুর রশীদ ভেন্ডারের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন তেলাওয়াত, দোয়া এবং বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া সমিতির নেতৃবৃন্দ তার জীবদ্দশায় সমাজ ও সমিতির প্রতি অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, হারনুর রশীদ ভেন্ডার ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও মানবিক গুণাবলির অধিকারী মানুষ। তার অকাল মৃত্যুতে ভেন্ডার সমাজ তথা রায়পুরা এক নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছে।
এতে দলিল লিখক সমিতির সভাপতি আব্দুল মোতালিব ভেন্ডারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবরেজিস্টার কর্মকর্তা শামস জামান রাফি।
দোয়া মাহফিলে দলিল লিখক সমিতির সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা হারুন ভেন্ডারের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।