1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরা ম্যারাথন বহির্বিশ্বে আলো ছড়াবে; -ইউএনও মাসুদ রানা  - Narsingdir Notun Shomoy
January 15, 2026, 4:09 am
শিরোনাম :
রায়পুরায় দীর্ঘদিন যাবৎ চলাচলের রাস্তা হঠাৎ বন্ধ, জনভোগান্তি চরমে রায়পুরায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বৈশাখী টিভি’র রায়পুরা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন শফিকুল ইসলাম নরসিংদী-৫ রায়পুরা আসনে বৈধ মনোনয়ন ৯টি, বাতিল ২টি নরসিংদী-৫, রায়পুরা আসনে ইঞ্জি: আশরাফ উদ্দিন বকুলের মনোনয়ন বৈধ ঘোষণা আপোষহীন নক্ষত্রের বিদায়, জানাজা হতে পারে বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে  বাংলাদেশের আড়াই কোটি হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে -নিপুণ রায় রায়পুরায় ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল রায়পুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া  রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

রায়পুরা ম্যারাথন বহির্বিশ্বে আলো ছড়াবে; -ইউএনও মাসুদ রানা 

  • Update Time : Wednesday, October 1, 2025
  • 86 Time View

এম নূরউদ্দিন আহমেদ :‘রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ’ স্লোগানে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিকমানের ম্যারাথন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দেশ-বিদেশের ৭শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করবেন।  রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে ৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ৭শতাধিক নারী-পুরুষ দৌড়বিদ অংশ নিবেন। রায়পুরা ম্যারাথন বহির্বিশ্বে আলো ছড়াবে। বুধবার (১অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে RAIPURA MARATHON MEET THE PRESS অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য জানান ম্যারাথনের সভাপতি ও  উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা ও রায়পুরা রানার্স কমিউনিটির পরিচালক সবুজ সিকদার। ম্যারাথনের আয়োজকরা জানান, গত বছরের মতো এবারও রায়পুরায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মানের ম্যারাথন। বাংলাদেশের বুকে রায়পুরাকে ব্র্যান্ডিং করতে বৃহৎ এই প্রচেষ্টা। আগামী ৩ অক্টোবরের এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এবার আয়োজনে অংশ নিচ্ছে ৪২ কি. মি দৌড়ে ১৮০জন, ২১ কি. মি দৌড়ে ১৮৫ জন, ১০ কি. মি. দৌড়ে ৩৫০ জন নারী-পুরুষ দেশি-বিদেশী দৌড়বিদ এবং ৩০জন শিশু ৫০০ মিটার দৌড়ে অংশ গ্রহন করবে।ম্যারাথনের দিন নরসিংদী-রায়পুরা আন্তঃজেলা সড়কের নির্ধারিত এলাকা পর্যন্ত দৌড়বিদদের জন্য প্রয়োজনীয় সাজসজ্জাসহ প্রস্তুত করা হবে। এতে ২ শতাধিক স্বেচ্ছাসেবক, পুলিশ, আনসার সদস্য, গ্রামপুলিশ সহ আইশৃঙ্খলা বাহিনীর দেড়শতাধিক সদস্য সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এছাড়াও একটি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চিকিৎসাসেবা দেবেন। পরে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। এর আগের দিন ২ অক্টোবর সন্ধ্যায় ম্যারাথন উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মনসুর, অফিসার ইনচার্জ ওসি আদিল মাহমুদ, ওয়াটসন গ্রুপের চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ম্যারাথন এডমিন মোহাম্মদ সবুজ রানা, নরসিংদীর নতুন সময়ের সম্পাদক ও প্রকাশক এম নূরউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, রিপোর্টাস ক্লাবের সভাপতি তৌফিকুল হক, ফোরামের সভাপতি হারুনুর রশীদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা খান, সাধারণ সম্পাদক রফিকুল হক, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, সাংবাদিক ফোরামের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host