
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: সারাদেশের ন্যায় নরসিংদীর রায়পুরা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।
১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ নেতা মাওলানা মো. বদরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান, ডা. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার( ভূমি) মুনমুন পাল, উপজেলা প্রকৌশলী মাজেদুল ইসলাম সজিব, সমাজ সেবা কর্মকর্তা খলিলুর রহমান, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রবীর ঘোষ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূইয়া, নরসিংদী জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এন’নস/এমনআ
Leave a Reply