রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : শামসুন্নাহার নামে একজন অসহায় মায়ের চোখে অশ্রুর বদলে আশার আলো এনে দিলেন রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। সম্প্রতি রায়পুরা পৌরসভার ৩নং ওয়ার্ডের এক হতদরিদ্র নারী সমাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দুর্দশার কথা তুলে ধরলে বিষয়টি ইউএনও’র দৃষ্টিগোচর হয়। দ্রুত মানবিক সাড়া দিয়ে তিনি সরেজমিনে ওই নারীর পাশে দাঁড়ান।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী বেঁচে নেই এবং চার সন্তান সন্তুতি নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। বসবাসের ঘর রাতের আধারে পুড়ে হয়েছে ছাই, খাবার জোটাতেও প্রতিদিন লড়াই করতে হতো।ইউএনও মো. মাসুদ রানা তাৎক্ষণিকভাবে ওই মাকে খাদ্যসামগ্রী, নগদ অর্থ সহায়তা এবং একটি সরকারি ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ভবিষ্যতেও তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ।
এ সময় ইউএনও বলেন, “প্রশাসনের দায়িত্ব শুধু কাগজ-কলমে সীমাবদ্ধ নয়, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের আসল কাজ। রায়পুরার প্রতিটি অসহায় মানুষের পাশে প্রশাসন আছে এবং থাকবে।
”সরেজমিনে গিয়ে জানাযায়, অসহায় শামসুন্নাহার বেগম তার বাসায় বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রায় ১২ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি চার মেয়ে ও দুই ছেলেকে নিয়ে কঠোর পরিশ্রম করে দিন যাপন করছেন। শামসুন্নাহার পৌরসভার বাল্লাকান্দা এলাকার মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী।
অসহায় শামসুন্নাহার বেগম বলেন, “রাতের ঘুমন্ত অবস্থায় হঠাৎ বিদ্যুৎ সংস্পৃষ্টের কারণে আমার শেষ সম্বল বসতঘরে আগুন লেগে যায়। প্রতিবেশীরা দ্রুত আগুন নিভানোর চেষ্টা করলেও বসতঘরের যাবতীয় আসবাবপত্র, কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
”স্থানীয় গণমাধ্য কর্মী মো. শফিকুল ইসলাম, গণ্যমান্য ব্যক্তি কাইয়ুম, শামীমসহ অনেকে জানিয়েছেন, “এই অসহায় নারীর শেষ সম্বল বসতঘর বিদ্যুৎ সংস্পৃষ্ট হয়ে পুড়ে ছাই হয়ে গেছে। এখন উপজেলা প্রশাসনের সহযোগিতা পেয়ে তার অনেক উপকার হয়েছে।”
শামসুন্নাহার বেগম আরও জানান, “আমরা পরিবার নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করছি। হঠাৎ এই দূর্ঘটনায় আমি নিঃস্ব হয়ে গেছি। রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে যে সাহায্য করা হয়েছে আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ।স্থানীয়রা ইউএনও’র এমন মানবিক পদক্ষেপের প্রশংসা করেন এবং তাকে ধন্যবাদ জানান।
এই সহায়তা একজন অসহায় নারীর জীবনে নতুন আশার বার্তা বয়ে এনেছে বলে মনে করছেন অনেকে। এন’নস/এমনআ
Leave a Reply