শাহরিয়ার ইমন : নরসিংদী রায়পুরায় ওলিপুরা ইউনিয়নে বোয়ালমারা গ্রামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সম্মেলন করেছেন ইউপি সদস্য মো. কাজল মিয়া।
তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হওয়ার পর হইতে অদ্যবধি পর্যন্ত ছাত্রলীগের নাম ভাঙিয়ে চলা কতিপয় সন্ত্রাসীদের ভয়ে ইউনিয়ন পরিষদের কোন কার্যকলাপে অংশগ্রহণ করিতে পারি নাই এমনকি ইউনিয়ন পরিষদের কোন মাসিক মিটিংয়েও অংশগ্রহণ করিতে পারি নাই।
বোয়ালমারা গ্রামের সন্ত্রাসী আলমগীর, মহসিন মিয়া , জাকির হোসেন ও মনিরুজ্জামান সহ ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল রয়েছে। তাদের ভয়ে এলাকাবাসী মুখ খুলতে পারেনা, কোন পরিবার বাড়ি তৈরি করলে এবং জমি বিক্রি করলে বা বিদেশ থেকে আসলে তাদেরকে দিতে হয় নির্ধারিত পরিমাণ চাঁদা। উক্ত ঘটনায় গ্রামবাসী সহ উক্ত প্রতিবাদ করতে গেলে আমার বিরুদ্ধে জাকির হোসেন ( ৪২)পিতা সিদ্দিক মিয়া আমার বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নরসিংদী একটি চাঁদাবাজির মামলা করে সিআর মামলা নং ৮০১ রায়পুরা থানা। ইউপি সদস্য কাজল মিয়া আরও জানান, আমি এলাকাবাসীর পরামর্শ ক্রমে বোয়ালমারা গ্রামকে চাঁদা মুক্ত করার লক্ষ্যে গ্রামবাসীদের সহযোগিতায় চাঁদাবাজদের বিরুদ্ধে দুইটি মামলা করি, মামলা করার পর হইতে আলমগীর, মহসিন, জাকির হোসেন ও মনিরুজ্জামান এর দল আমাকে মেরে ফেলার জন্য বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে, উক্ত ঘটনার প্রতিবাদে গতকাল বিকালে বোয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী ও তার পরিবার।
উক্ত সংবাদ সম্মেলনে গ্রামের নারী পুরুষ ও সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে সন্ত্রাসদের বিরুদ্ধে প্রতিবাদ এবং মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। এসময় মিথ্যা মামলা প্রত্যাহারসহ দোষীদের আইনের আওতায় এনে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
এন’নস/এমনআ
Leave a Reply