রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
বিএনপি ক্ষমতায় গেলে ২৪’র মুক্তি যোদ্ধাদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন যেসব ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের জন্যই কিন্তু দেশটা আবার স্বাধীন হয়েছে। তাদের জীবনের বিনিময়ে তারা দেশটা স্বাধীন করে গেছে। তারা আর ফিরে আসবে না। তাদের পরিবারের পাশে আমরা আছি, এবং থাকবো। ইনশাল্লাহ।
রবিবার (২১সেপ্টেম্বর) সন্ধায় নরসিংদীর রায়পুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৯ম শ্রেণির ছাত্র রোস্তম মিয়ার পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান কালে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা যতটুকু ম্যূলায়িত হয়েছে তার চেয়ে বেশি মূল্যায়িত হবে ২০২৪ সালে যারা মৃত্যুবরণ করেছে। কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা। আমরা সেই মর্যাদাই তাদেরকে দিবো। তাদের পরিবারকে সরকারী ভাবেও সহযোগিতা করা হবে ব্যক্তিগতভাবেও সহযোগিতা করবো, যাতে তারা সমাজে মাথা উঁচু করে দাড়াতে পারে সে জায়গাটাতে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
নিহত রোস্তম মিয়ার বাবা মাইন উদ্দিন কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং বলেন, আমার ছেলের স্বপ্ন ছিল ফুটবল খেলোয়ার হবে। তার সে স্বপ্ন আর পূরন হলো না। আমার ছেলের মৃত্যৃতে আমার শরীরের শক্তি চলে গেছে। আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে তাই এ দেশের জন্য আমার ছেলেকে উৎসর্গ করে দিলাম। আপনারা আমার প্রতি খেয়াল রাখবেন এটাই আমার চাওয়া।
নিহত মো: রোস্তম মিয়া মিরপুর-২ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। সে গত ১৮ আগস্ট বৃহস্পতিবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। বাবা মিরপুর-২ এলাকায় দর্জির কাজ করেতন। তাদের জন্মস্থান নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামে।
এসময় উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিকের পরিচালনায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাক সাইফুল ইসলাম পলাশ সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এন’নস/এমনআ
Leave a Reply